Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটককৃত শিশু পাচারকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের আটককৃত দুই শিশু পাচারকারি স্বপ্না ভদ্র ও রানা ভদ্রের ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর আকুর টাকুর পাড়াস্থ এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বৃহত্তর আকুর টাকুর পাড়াস্থ নিবাসী মেজর (অবঃ) মোঃ রেজাউল করিম রেজা। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান, অধ্যক্ষ আনন্দ মোহন দে, বৃহত্তর আকুর টাকুর পাড়াস্থ ১৬নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমান, মাহমুদ মামুন খান, নওশাদ আহম্মেদ নবীন, রানা সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১০ অক্টোবর টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুর তালতলা আবাহনী বিল্ডিংয়ের প্রথম তলা থেকে দুই শিশু পাচারকারি স্বপ্না ভদ্র ও রানা ভদ্রকে ৫ শিশুসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ