বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীতাকুন্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা : সীতাকুন্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস লোহা গলার চুল্লি বিস্ফোরণে ১১ শ্রমিক অগ্নিদগ্ধের ঘটনায় গতকাল ও তার আগের দিনসহ এপর্যন্ত ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে উপজেলার ছোট কুমিরা ইউনিয়নে এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস লোহা গলার চুল্লি হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এসময় পুরো এলাকাটি থর থর করে কেঁপে উঠে। এতে কারখানার শ্রমিক ১১জন অগ্নিদগ্ধ হলে কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা সেবা শেষে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গেলেও আরো ৯জন শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। এরপর আহত ৫ জন শ্রমিককে উন্নত চিকিৎসার উ্েদ্দশ্যে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। এদের মধ্যে গতকাল বুধবার সকালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবু ডায়নিটিক(৩১) নামের এক শ্রমিকের মৃত্যু ঘটে। তিনি নওগাঁ জেলার পত্মীতলা থানাধীন এলাকার মাটিয়াপুর গ্রামের বাসিন্দা মোঃ মুকুলের পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।