Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির ওরস অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মাইজভান্ডার দরবারের আধ্যত্মিক মনীষী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ২৯তম বার্ষিক ওরস গতকাল (বুধবার) অনুষ্ঠিত হয়। ওরসের প্রধান দিবসে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডার গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশিন সৈয়দ মোহাম্মদ হাসান। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত জনতার অংশগ্রহণে জিকির, জেয়ারত, দরূদ শরিফ পাঠ, সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এতিমখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি, কোরআন-সুন্নাহর আলোকে দুর্নীতিমুক্ত সমাজগঠন শীর্ষক সেমিনার, খতনা-কর্ণছেদন ও চিকিৎসা ক্যাম্প, বৃক্ষরোপণ, দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ ফটিকছড়ির সকল রেজিষ্টার্ড এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়।
ওরস মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী বলেন, এ বছর ওরসের প্রতিবাদ্য বিষয় ‘যুদ্ধ নয় শান্তি, সংঘর্ষ নয় সংলাপ, শত্রæতা নয় বন্ধুত্ব, গালাগাল নয় কোলাকুলি’। এছাড়া তিনি আরও বলেন, মানুষের মধ্যে মানবিক চেতনা জাগ্রত করাই আল্লাহর ওলীদের জীবন মিশন। মাহফিলে আলোচক ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন প্রমুখ। পরে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ