Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবর্তন আসছে সুপ্রিম কোর্ট প্রশাসনে -আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সুপ্রিম কোর্ট প্রশাসনে পরিবর্তন (চেঞ্জ) আনছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর গতকাল বুধবার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে তিনটায় সুপ্রিম কোর্টে আসেন আইনমন্ত্রী। এরপর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির খাসকামরায় গিয়ে প্রায় পৌনে একঘণ্টা সাক্ষাৎ করেন।
আইনমন্ত্রী বলেন, আগামী ২ ডিসেম্বর জুডিশিয়াল কনফারেন্স হওয়ার কথা। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির মতামত নিতে এসেছিলেন তিনি। তাছাড়া কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চেইঞ্জ উনি করবেন, সেগুলো আমাকে অবহিত করেছেন। প্রধানত এ দুটো বিষয়েই আলোচনা হয়েছে। আইনমন্ত্রী বলেন, হাই কোর্ট ডিভিশনের বেশ কয়েকজন বিচারপতি অবসরে গেছেন। সেখানে বিচারপতি নিয়োগের চিন্তা-ভাবনা তো আমরা করবই। আর আপিল বিভাগ কিন্তু তিন জনকে দিয়েও হয়েছে। আপিল বিভাগ সম্পর্কেও আমরা চিন্তা-ভাবনা করব। আনিসুল হক বলেন, নিন্ম আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে বিচারপতি ওয়াহহাব মিয়ার সঙ্গে তার কথা হয়েছে এবং এটা নিয়ে তারা বসবেন। পুরো আপিল বিভাগের যে বিচারপতিরা আছেন, আর আমরা সকলে মিলে বসে এটার বিষয়ে একটা সুরাহা করব ইনশাল্লাহ। তাছাড়া আমার মনে হয়, যেভাবে আলাপ হয়েছে, আগামী তারিখ যেটা, তার আগেই একটা সিদ্ধান্তে আসতে পারব।
ছুটিতে বিদেশে যাওয়ার বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করে প্রধান বিচারতি যে চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আনিসুল হক বলেন, গতকাল যখন এটা আমার কাছে এসেছে, আমি সেটা সই করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। প্রধানমন্ত্রী আজকে সই করেছেন। মহামান্য প্রেসিডেন্ট কিশোরগঞ্জে আছেন, তিনি বিকালে ফিরবেন, তারপর তিনি সিদ্ধান্ত নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ