Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণ বাঁচাতে সাঁতরিয়ে নাফ নদী পাড়ি দিয়ে পালিয়ে এলো ১১ রোহিঙ্গা

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণে বাঁচতে সাঁতার কেটে নাফ নদী পাড়ি শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১১ রোহিঙ্গা যুবক।
গতকাল বুধবার সকাল ৭টায় মিয়ানমার ওপাড় থেকে সাঁতার কাটা শুরু করে সাড়ে ৯টায় বাংলাদেশে কোস্ট গার্ড তাদেরকে উদ্ধার করে শাহপরীর দ্বীপ জেটিতে নিয়ে আসে। কোস্টগার্ড শাহপরীর দ্বীপের স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, তেলের খালি ড্রাম নিয়ে সাঁতার কেটে ১১ জন রোহিঙ্গা যুবক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। এসময় কোস্টগার্ড তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করেন।
তিনি আরো জানান, এদের মধ্যে পাঁচ জন নাফ নদীর পাড়ের কাছাকাছি চলে আসলেও অপর ছয় জন দূরে ছিলেন এবং তারা ক্লান্ত হয়ে যান। সাঁতার কেটে আসা যুবক হামিদ হোছেন বলেন, তারা ১১ জন ১৫ বছরের নিচে তিন শিশুসহ মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া থেকে নৌযান না পেয়ে সাঁতার কেটে বাংলাদেশে আসছিল। টানা আড়াই ঘণ্টা তারা সাঁতার কাটে বাংলাদেশের সীমানায় পৌঁছে। উদ্ধার হওয়া ১১ জনকে কোস্টগার্ড বিজিবি কাছে হস্তান্তর করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ