Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : নেছারাবাদে অগ্নিকান্ডে মালামালসহ ৬টি দোকান ভস্মীভুত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরের দিকে উপজেলার পশ্চিম সোহাগদল( এন ডবিøউ) এলাকায় আলিম সুপার মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, ঐদিন দুপুরে আলিম মার্কেটের কাইয়ুম টেলিকমের দোকানে আগুন দেখে জনৈক ব্যবসায়ী ডাক চিৎকার দেয়। এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়।
ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় সিরাজের টেলিকম, ইসরাফিলের মুদি দোকান, আলিমের রড সিমেন্টের দোকান, বাচ্চু মিয়ার ফার্মেসী, কাইয়ুমের টেলিকম ও লিটনের চায়ের দোকান মালামালসহ ভস্মীভুত হয়। ব্যাবসায়ীদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা অকুস্থলে আসার পুর্বে এলাকাবাসি প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ