Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোনামহীনের বাইরে তুহিনের প্রথম গান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ব্যান্ড দল শিরোনামহীন এবং তুহিন একে অপরের পরিপূরক হলেও তুহিন দলটি থেকে বের হয়ে গেছেন। এতদিন তিনি ব্যান্ডের হয়েই গেয়েছেন। এর বাইরে গাননি। তবে বের হওয়ার অল্প সময়ের মধ্যেই স্বতন্ত্রভাবে প্রথমবারের মতো গাইলেন। সম্প্রতি তিনি ‘তবুও’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন। গানটির কথা আর সুর তৈরি করেছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ রাজীব। ব্যান্ডের বাইরে তুহিনের এটি প্রথম সিঙ্গেল ট্র্যাক, তাই এটির পেছনে ছিল আহমেদ রাজীবের বাড়তি যত্ম। গানটি নিয়ে রাজীব বলেন, ‘তুহিন ভাইয়ের কণ্ঠে মাদকতা আছে। আমি তার দারুণ ভক্ত। আমার কথা, সুরে গাওয়া ‘তবুও’ গানটাই হতে যাচ্ছে ব্যান্ডের বাইরে তুহিন ভাইয়ের গাওয়া প্রথম অডিও গান। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’ আশা করছি তুহিন ভক্তরা তাকে নতুনভাবে আবিষ্কার করবেন। তুহিন বলেন, ‘ব্যান্ডের স্বার্থেই এতদিন সেভাবে বাইরে গাওয়া হয়নি। নিজের স্বার্থকে বড় করে দেখিনি এতকাল। এবার গাইলাম, কারণ আমার চাওয়ার সঙ্গে মিলে গেছে রাজীবের গানটি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, বিশেষ এই গানটি প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ জিপি মিউজিক, রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ প্রকাশ পেয়েছে গত ১০ অক্টোবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ