Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএমজেএ-এর নতুন কমিটি গঠন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দেশের জাতীয় দৈনিক, পাক্ষিক, ইলেক্ট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের বিনোদন সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ মিউজিক জার্নালিস্টস এসোসিয়েশন’ (বিএমজেএ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। স¤প্রতি খন্দকার আলমগীরকে সভাপতি ও সাখাওয়াত ওসমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। দ্বিবার্ষিক এ সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সহ-সভাপতি অঞ্জন দাস (দৈনিক আলোকিত সময়), তৌহিদুল ইসলাম অপু (দ্য পেজেস), সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রিজভী (দৈনিক মানবকণ্ঠ), অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত (বলা না বলা), আন্ত্রর্জাতিক সম্পাদক রেজাউল করিম খোকন (দৈনিক ইত্তেফাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত সাইফুল (রাইজিংবিডি), মহিলা ও সমাজকল্যান সম্পাদক ইরানী বিশ্বাস (আনন্দ কাগজ), সাংস্কৃতিক সম্পাদক শেখ রাজিয়া সুলতানা (দৈনিক বর্তমান) ও দফতর সম্পাদক ফয়েজ আহমেদ (দৈনিক সংবাদ)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন আলমগীর কবির (দৈনিক নয়াদিগন্ত), চপল মাহমুদ (দৈনিক আমাদের সময়), সুকন্যা আমীর (চ্যানেল নিউজ ২৪) ও আশিষ সেন গুপ্ত (দৈনিক আলোকিত সময়)। ২০০৫ সালে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ মিউজিক জার্নালিষ্টস এসোসিয়েশন’ (বিএমজেএ)। যাত্রা শুরুর পর থেকে সংগঠনটি মিউজিক তারকাদের সম্মাননা প্রদান, সেমিনার আয়োজন ও প্রকাশনা বের করা সহ নানা রকম কাজ করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ