Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শ্রমনীতিতে মৌলিক পরিবর্তন সম্ভব- অধ্যাপক আশরাফ আলী আকন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, শ্রেণি বৈষম্য দূর করে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে কাম্যমানের উৎপাদন সম্ভব। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই উৎপাদনের সকল ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন আসবে। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহŸান জানান।
গতকাল সকালে ইসলামী ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক আন্দোলন আয়োজিত জেলা প্রতিনিধি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে সংগঠনের সভাপতি মুহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মনির আহমদ, মোঃ আমিরুল ইসলাম, মুহাম্মদ রিপন, মুহাম্মদ আব্দুস সালাম, আবুল কালাম হাওলাদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আখতার হোসেন বলেন, শ্রমজীবি মানুষ আজও তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিকরা হয়রানীর শিকার হচ্ছে পথে পথে। ট্রাক কাভার্ড ভ্যান শ্রমি দের উপর সকল ধরণের হয়রানী বন্ধ করতে হবে।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ