Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরিচা-নরাদহ’র মধ্যে ফেরি সার্ভিস দ্রুত চালু করতে নৌমন্ত্রীর নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 

মানিকগঞ্জের আরিচা-পাবনার নরাদহ’র মধ্যে দ্রুত ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনকে (বিআইডবিøউটিসি) নির্দেশ দিয়েছেন নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান।

গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডবিøউটিসির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সভায় এ নির্দেশ দেন। সভায় নতুন নতুন ফেরি রুট চালু করার লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। জামালপুরের বাহাদুরাবাদ এবং গাইবান্ধার বালাসীঘাটের মধ্যে ফেরি সার্ভিস চালু করার লক্ষ্যে ফেরিঘাট নির্মাণ, নৌপথ খনন এবং অবকাঠামো উন্নয়নের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, আরিচা-নরাদহ ফেরি রুটের দূরত্ব প্রায় নয় কিলোমিটার। উক্ত রুটটি চালু হলে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমবে। উত্তরাঞ্চলে যাত্রী ও যান চলাচলে সময় ও জ্বালানি সাশ্রয় হবে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডবিøউটিসির চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, বিআইডবিøউটিসির পরিচালক (প্রশাসন) প্রণয় কান্তি বিশ্বাস এবং বিআইডবিøউটিসির পরিচালক (বাণিজ্যিক) মোঃ শহীদুল ইসলাম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
###

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ