Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি বছর ৯ মাসে ধর্ষণের শিকার ৩৬৩ শিশু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ৯ মাসে দেশে ৩৬৩ শিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে মারা গেছে ১৫ শিশু। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরও ৪০ শিশুকে। এছাড়াও ৮৮৪ শিশু হত্যা, নির্যাতন, আত্মহত্যা, এসিড সন্ত্রাস, পাচার, নিখোঁজ, অপহরণ ও বাল্যবিয়ে হয়েছে।
সারাদেশে অব্যাহত শিশু নির্যাতনের ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন ৬টি পত্রিকার ৩৪৮টি খবরের বিশ্লেষণ করে এই তথ্য-উপাত্ত পেয়েছে। তাদের তথ্য অনুযায়ী, গত দুই মাসে শিশু ধর্ষণের শিকার হয়েছে ১৩৪টি। ধর্ষণ চেষ্টার সংখ্যা বেড়েছে ১৮টি। ধর্ষণের শিকার মেয়েশিশুর সংখ্যা বেড়েছে ১২৯। ছেলেশিশুর সংখ্যা বেড়েছে ৫ জন।
সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,ধর্ষণ ছাড়াও যৌন হয়রানির শিকার হয়েছে ৬৮ শিশু, এরমধ্যে মেয়েশিশু ৫০, ছেলেশিশু ২ এবং লিঙ্গ উল্লেখ করা হয়নি ১৬ জনের। ধর্ষণের শিকার শিশুদের মধ্যে ৩৫২ মেয়েশিশু এবং ৭ জন ছেলেশিশু। বাকি ৪ জনের নাম ও লিঙ্গ উল্লেখ করা হয়নি সংবাদে।
শিশু নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনায় মামলা হলেও মামলার অগ্রগতি কম উল্লেখ করে মানুষের জন্য ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব অল্প কিছু ক্ষেত্রে অভিযুক্ত অপরাধী বিচারের আওতায় এলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
তারা মনে করে, বিশেষ ট্রাইবুনালের আওতায় এনে এসব অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার তরান্বিত করা জরুরি। সেইসঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ