Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার সালথা উপজেলার বাউশখালী গ্রামের বকুল শেখকে কুপিয়ে জখম করেছে একই এলাকার সন্ত্রাসী হারুন মোল্লা, পিতা : আসালত মোল্লা গং-রা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ অক্টোবর সকাল ৮টার দিকে বাউশখালী বাজারে ভ্যানস্ট্যান্ডে যাওয়ার পথে রাস্তার গতিরোধ করে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। বকুল শেখের চিৎকারে এলাকাবাসী এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী গ্রæপটি পালিয়ে যায়। এ হামলায় ধারালো অস্ত্রের কোপে বকুল শেখের বাঁ হাতের একটি আঙ্গুল কেটে পড়ে যায়। বকুল শেখ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মামলার এজাহার সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে হারুন মোল্লাদের সাথে জমি নিয়ে ঝামেলা চলছিল। এ বিষয়ে বকুল শেখ আদালতে একটি মামলাও করেন যার নম্বর ৩১২/২০১৭। এ মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে বকুল শেখের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই বিষয়েও বকুল শেখ নারী ও শিশু আদালতে আরেকটি মামলা করেন। আদালত ওই মামলাটি তদন্ত করার জন্য পিআইবিকে নির্দেশ প্রদান করেন। পিআইবি অধিকতর তদন্তে ধর্ষণের ঘটনাটি প্রমানিত হয়। আদালত আসামীদের গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। আসামীরা ধর্ষণ মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য বকুল শেখকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এবং মামলা প্রত্যাহার না করায় এই সন্ত্রাসী হামলা চালায় বলে বকুলের পরিবাররা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ