বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, কক্সবাজার থেকে : মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় গত সোমবার ১৩ জন ও গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত আরো ১০ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। গত দুইদিনে লাশের সংখ্যা দাঁড়াল ২৩ জনে।
জানা যায়, মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় নারী, শিশুসহ ৪৫ জনের বেশি রোহিঙ্গা ইঞ্জিনচালিত ওই নৌকায় করে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। রাত ৯টার দিকে নৌকাটি ঘোলারচর এলাকায় নাফ নদী ও সাগরের মোহনায় ঝাড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় টেকনাফ সদরের হাবিরছড়া, রাজারছড়া ও সেন্টমার্টিনদ্বীপ এলাকা থেকে আরো ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ১৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।