বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামী পালিত মা বাসনাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌর এলাকার জানপুর সিংপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাতেই সাধনা ওরফে কস্তুরীর মা ফাতেমা বাদি হয়ে বাসনাসহ ৩জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, সোমবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকা জানপুর সিংপাড়া মহল্লার একটি বাড়ি থেকে পালিত মায়ের হাতে নির্যাতিত শিশু সাধনা ওরফে কস্তুরীকে (৪) উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বাড়িতে তালা লাগিয়ে পালিত মা বাসনাসহ পরিবারের সবাই পালিয়ে যায়। রাতেই জানপুর সিংপাড়া মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী বাসনাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের আরএমও ডা. আকরামুজ্জামান জানান, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে সে আশংকা মুক্ত নয়। বর্তমানে ৩ সদস্য বিশিষ্ট মেডিকেল টিমের তত্ত¡াবধানে রয়েছে সে। এদিকে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার নির্দেশে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মাদ রায়হান সোমবার রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু সাধনা ওরফে কস্তুরীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।