Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় সাথীর বাড়িতে শোকের মাতম

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরে বখাটের প্ররোচনায় প্ররোচিত হয়ে স্কুলছাত্রী মোছাঃ রজিফা আক্তার সাথী (১৪) আত্মহত্যার ঘটনার পর থেকে ওই বাড়ীতে চলছে শোকের মাতম। গতকাল মঙ্গলবার সরেজমিনে উক্ত বাড়ীতে গিয়ে দেখা গেছে, একমাত্র মেয়েকে হারিয়ে তার বাবা রবিউল ইসলাম ওরফে রব্বানী, মা রিক্তা ইয়াসমিনসহ দাদী ও অন্যান্য আত্বীয়-স্বজনদের আহাজারিতে আকাশ বাতাশ ভাড়ী হয়ে উঠছে। তার বাবা-মা বলছেন, তাদের মেধাবী মেয়ে রজিফা আক্তার সাথী বড় ইচ্ছে ছিলো লেখাপড়া শিখে ডাক্তার হবে। আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবে। তাইতো প্রতিদিন সকালে জিয়ানগর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দুপচাঁচিয়া উপজেলা সদরের ভালো ভালো শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তো। আবার প্রাইভেট পড়ে বিদ্যালয়ে গিয়ে নিয়মিত ক্লাস করতো। বখাটে ইয়ামিন হুজাইফা সাথীর সেই স্বপ্নের সাথে একটি পরিবারের স্বপ্ন ধলিসাৎ হয়ে গেছে। এ দিকে এ ঘটনার আত্মহত্যার প্ররোচিত মামলার আসামিকে ধরতে গিয়ে আসামিদের আত্বীয়-স্বজনদের হাতে পুলিশের ছিনতাই হওয়া ওয়াকিটকি’টি দুই দিনেও উদ্ধার হয় নি। পুলিশ তাদের ব্যবহৃত ওয়াকিটকি’টি উদ্ধারের তৎপরতা অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবারও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ জিয়ানগরের ঘটনাস্থল বজরাপুকুর বাজারসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে অভিযান অব্যাহত রাখছে। যদিও গ্রামগুলো এখনো প্রায় পুরুষ শূন্য। উল্লেখ্য গত রোববার দুপচাঁচিয়া থেকে প্রাইভেট পড়ে যাওয়ার পথে স্কুলছাত্রী রজিফা আক্তার সাথী বখাটে যুবক ইয়ামিন হুজাইফার উক্তাক্তর শিকার হয়। লজ্জায়, ক্ষোভে ওই দিনই নিজ বাড়ীতে গিয়ে তার শয়ন কক্ষে তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ