Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীনগরের পৌর মেয়রের বহিষ্কার স্থগিত

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : কাউন্সিলরদের করা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিন মঈনের সাময়িক বহিষ্কার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। মেয়র মাঈন উদ্দিনের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে তার বহিষ্কার আদেশ স্থগিত করেন আদালত। মেয়র মাঈন উদ্দিন জানান, স্থানী সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আমাকে বহিষ্কারের আদেশের বিরুদ্ধে রবিবার উচ্চ আদালতে রিট আবেদন করেছিলাম। পরে মঙ্গলবার দুপুরে আদালত বহিষ্কার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন। তবে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী বলেন, বিষয়টি শুনেছি তবে উচ্চ আদালতের রায়ের কোনো কপি আমারা এখনো পাইনি। কপি না পেয়ে অফিসিয়ালি কিছু বলা যাবে না। এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মেয়র মাঈন উদ্দিনকে সাময়িক বহিষ্কার করে সংশিষ্ট দফতরে চিঠি পাঠায় স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জেলা প্রশাসকের কাছে পৌরসভার ১২ কাউন্সিলরের মধ্যে ১০ কাউন্সিলরের করা ওই লিখিত অভিযোগে মেয়র মাঈন উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে। তবে মেয়র মাইন উদ্দিন দাবি করেন, বিএনপির মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হওয়ায় সরকারি দলের লোকজন ষড়যন্ত্র করে মিথ্যা দুর্নীতির অভিযোগ দিয়েছিল। হাইকোর্টের আইনজীবি এডভোকেট আবদুল্লাহ আল বাকী জানান, মাননীয় বিচারপতি শুনানী শেষে মেয়রের বহিস্কার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিবসহ ৬ জনকে কারণ দর্শানোর নিদের্শ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ