বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : সহপাঠীর মাধ্যমে ডেকে নিয়ে ৪ ঘন্টা আটকে রেখে সপ্তদশী এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে আল-আমিন নামে এক সন্ত্রাসী। গত সোমবার দুপুরে নরসিংদী জেলা শহরের রাঙ্গামাটিয়া এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার ধর্ষিতা কলেজ ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নরসিংদী সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এ সপ্তদশী ব্রাহ্মন্দী মহল্লার লাইসিয়াম নামে একটি কোচিং সেন্টার থেকে পাঠ গ্রহণ শেষে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। দুপুর ১ টায় সপ্তদশী রাঙ্গামাটিয়া কিন্ডারগার্টেন স্কুলের সামনে পৌছলে তার স্কুল জীবনের সহপাঠী পুতুল তাকে রিক্সা থেকে ডেকে নামিয়ে পার্শ্ববতী এক যুবকের বাড়ীতে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা আল-আমিন ও হৃদয় নামে দুই সন্ত্রাসী তাকে জোরপূর্বক জাপটে ধরে। হৃদয় তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শারীরিকভাবে মারধোর করে। এ অবস্থায় কলেজ ছাত্রী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে সন্ত্রাসী আল-আমিন তাকে ধর্ষণ করে। এসময় বাড়ীর মালিকের ছেলে শুভ বাড়ীর বাইরে দন্ডায়মান ছিল। ধর্ষণের পর তাকে দীর্ঘ ৩ ঘন্টা বাড়ীর ভিতর আটকে রাখে। পরে ধর্ষীতা কলেজ ছাত্রী বিভিন্ন ঘটনাক্রমে সেখান থেকে বেরিয়ে বাড়ী যেতে সক্ষম হয়। বাড়ীতে তার পিতামাতা এত দীর্ঘ সময় কোথায় ছিল জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। পরে তার পিতামাতা তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশকে ঘটনা অবহিত করে। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয়, শুভ ও পুতুলকে গ্রেফতার করে। অবস্থা টের পেয়ে ধর্ষক আল আমিন পালিয়ে যায়। এব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার এব্যাপারে ওসি গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করলে তিনি কিছুই জানেন না বলে জানান। পরে রাতে অন্যান্য সাংবাদিকদের সাথে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ৩ জনকে গ্রেফতারের কথা জানান। তিনি আরো জানান যে, ধর্ষক আলামিনকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ তাকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।