Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাকশন ফিল্মে কাজ চালিয়ে যেতে চান না জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বয়স ষাট পেরিয়েছে বলে আন্তর্জাতিক অ্যাকশন তারকা জ্যাকি চ্যান অভিনেতা হিসেবে কাজ চালিয়ে যাবার জন্য আমূল পরিবর্তন কামনা করেন।
জানা গেছে ৬৩ বছর বয়সী অভিনেতাটি জানিয়েছেন সবসময় অ্যাকশন ভূমিকায় চালিয়ে যেতে চান না তিনি।
তিনি বলেছেন, “আমি জানি আমি আর তরুণ নই। আমি তো ‘রাশ আওয়ার ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ’ এভাবে চালিয়ে যেতে পারি না। যদি চলচ্চিত্র জগতে থাকতে চাই তাহলে আমাকে তো অবশ্যই বদলে যেতে হবে।
“আর তা না হলে এখানেই আমার ইতি ঘটবে। জাপান, কোরিয়া, আমেরিকা, চীন, হংকংকে দেখুন, কতজন অ্যাকশন তারকা টিকে আছে? প্রায় সবাই বিদায় নিয়েছে। মাত্র কয়েকজন আছে,” তিনি বলেন।
বর্তমানের অ্যাকশন তারকারা অ্যাকশন ডাবল ব্যবহার করে আর নিজেদের স্টান্ট করে না বলে চ্যান অসন্তোষ প্রকাশ করেছেন।
“নতুন অ্যাকশন তারকারা ফাইট করতে পারে না। তারা স্পেশাল ইফেক্টসের সাহায্য নেয়, যেমন স্পাইডার-ম্যান, যে কেউই স্পাইডার-ম্যান হতে পারে।
“আমার দলের এক সদস্য ওয়ান্ডার উওম্যানের ডাবল ছিল। তাকে অনেক মারামারি করতে দেখা গেল। তারপর গ্যাল গাডো এলেন, সেই আগের মতই সুন্দরী, সেখানে দাঁড়িয়ে রইল। কি সহজ,” তিনি আরও বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ