রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) থেকে মো. আবদুল আলীম খান : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে আউস ধানের চাষ না হলেও চারা উত্তোলন, জমি তৈরি এবং চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন এই উপজেলার কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলায় গেল বছর লক্ষ্যমাত্র ছিল তিন হাজার ৬০০ হেক্টর জমি। আবহাওয়া অনুক‚লে থানায় এবং রোগবালাই ও পোকা-মাকড়ের উপদ্রব কম হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন চার হাজার ১০ হেক্টর জমিতে আউসের চাষাবাদ হয়। এ বছর তিন হাজার ৭৪০ হেক্টর জমিতে আউস ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। লাগাতার অতি বৃষ্টি, প্রাকৃতিক প্রতিবন্ধকতা ও ভালোভাবে চারা উৎপাদন না হওয়ার কারণে এ বছর লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় ২২০ হেক্টর জমিতে বর্ষালী আউস ধানের চাষ কম করেছে কৃষক। এ ছাড়াও কৃষি অফিস সূত্রে আরো জানা যায়, আউস চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এ বছর উপজেলা কৃষি অফিস থেকে সহায়তা হিসেবে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বিআর-২২ জাতের আউস ধানের চারা বিতরণ করা হয়েছে। আউস ধানে বোরো ধানের মতো এত সেচ সার ও কীটনাশকের প্রয়োজন হয় না। অল্প খরচে ও অল্প সময়ে কৃষক বৃষ্টির পানি ব্যবহার করে এ ধান চাষ করতে পারে। অন্য ধানের চেয়ে বর্ষালী আউসের আবাদে লাভ বেশি। অনুক‚ল আবহাওয়া এবং রোগবালাই ও পোকা-মাকড়ের উপদ্রব কম থাকলে এবার এই উপজেলায় আউসের বাম্পার ফলন হবে এমনটাই আশা করেন উপজেলা কৃষি অফিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।