রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : তৃতীয়বারের মতো আবারো সাময়িক বরখাস্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা ড. মাওলানা কেরামত আলী। স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখার উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত ৮ অক্টোবর একটি চিঠি সোমবার সকালে ফ্যাক্সযোগে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছায়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম স্থানীয় সরকার বিভাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে আরো দু’বার চেয়ারম্যান কেরামত আলী সাময়িক বরখাস্ত হন এবং উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা পরিষদ আইন অনুসারে ড. মাওলানা কেরামত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ মার্চ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি নাশকতা মামলার কথাও তুলে ধরা হয়েছে ওই চিঠিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।