Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে চলছে ধামের গান

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে চলছে গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী ধামের গান। আর এ গান দেখতে ইউনিয়নের হাজারো মানুষের ভিড়ে উৎসবে রুপ নিয়েছে। এ উপলক্ষে গতরাতে সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিয়া গ্রামে ধামের গানের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ।
এসময় বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইতালি প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন, স্থানীয় সাংবাদিক জিয়াউর রহমান বকুল প্রমুখ। মূলত এ ধামের গান ল²ীপূজা থেকে শুরু হয়ে চলে কালিপূজা পর্যন্ত। এ গানকে ঘিরে গ্রাম বাংলার সব বয়সী মানুষের মাঝে উৎসবে রুপ নেয়। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত গানের মঞ্চ কানায় কানায় পূর্ণ থাকে। তবে স্থানীয়দের দাবি, সরকারি অনুদান পেলে পুরাতন এ ঐতিহ্য এই ধামের গানকে ধরে রাখা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ