রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ন্যাশনাল সার্ভিসের তৃতীয় পর্যায় ময়মনসিংহ জেলার নান্দাইলে গত ২০১৫ সালের জুলাই মাসে শুরু হয়। যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে দুই বছর মেয়াদি এ কর্মসূচিতে এক হাজার যুবক প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মে যোগদান করে। যার মধ্যে ৯৬ জন প্রশিক্ষণার্থী যুবক অন্যত্র বিভিন্ন চাকরি নিয়ে চলে যায়। চলতি মাসের ১ তারিখে এ প্রকল্পের মেয়াদ শেষ হয়। প্রতি মাসে ছয় হাজার টাকা বেতন নির্ধারণ থাকলেও ব্যাংক একাউন্টে দুই হাজার টাকা সঞ্চয় বাবদ জমা রেখে চার হাজার টাকা উত্তোলন করে প্রতিজন প্রশিক্ষণার্থী। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নান্দাইল রূপালী ব্যাংক শাখা থেকে ৯০৪ জন ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণার্থীদের মাঝে প্রত্যেককে সঞ্চয়ের ৪৮ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভ‚ঁইয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু আহসান মো. রেজাউল হক উপস্থিত ছিলেন। নান্দাইল রূপালী ব্যাংক শাখা একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সঞ্চয়ের এ অর্থ ফেরৎ দেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন নান্দাইল রূপালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. শওকত আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।