Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে সড়ক উদ্বোধন

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুটি নতুন সড়ক নির্মাণ ও একটি পুরাতন সড়ক সংস্কারের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর এলাকায় সড়কগুলোর উদ্বোধন করেন পৌরমেয়র মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুস ছাত্তার। পৌর এলাকার কাঁকনহাটি এলাকায় ৪২ লাখ টাকা ব্যয়ে ৬৫০ মিটার সিসি সড়ক, পাটবাজার থেকে শিবমন্দির পর্যন্ত ১৪ লাখ টাকা ব্যয়ে ১৪৭ মিটার সিসি সড়ক ও শিমরাইল এলাকায় ৪৪ লাখ টাকা ব্যয়ে ১২২৫ মিটার বিসি রাস্তার উদ্বোধন করা হয়। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজগুলোর উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী উত্তম কুমার, কাউন্সিলর শহীদুল ইসলাম, খলিলুর রহমান বাচ্চু, মিন্টু মিয়া, আবদুল মোতালেব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ