রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : জাতীয়করণের লক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল বিদ্যালয়ের ডিড অব গিফ্ট (সম্পত্তি হস্তান্তর দলিল) সম্পন্ন হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী. শিক্ষক ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোণা মোড়ে সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক, যুবলীগ সা. সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রাফিউল ইসলাম, প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বক্তব্য রাখেন। বক্তারা উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি জাতীয়করণের সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, গত ২ অক্টোবর ডাকযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-সচিব আবু আলী মো. সাজ্জাত হোসেন স্বাক্ষরিত পত্র আসে। সেই আলোকে মঙ্গলবার বিদ্যালয়ের ১৭ কোটি সাত লাখ চার হাজার ৬৬৭ টাকা ৭৩ পয়সার স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।