Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনজীবীদের মিছিল সমাবেশ অব্যাহত

প্রসঙ্গ : প্রধান বিচারপতির ছুটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হঠাৎ ছুটি ও বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবীদের মানববন্ধন ও মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার দুপুরে মানববন্ধনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ করে বলেন, আপনি দেশত্যাগ করবেন না। সারা দেশের মানুষ আপনার সঙ্গে আছে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতি। ইনশাআল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে আপনাকে স্বপদে বহাল করব। গতকাল সোমবার দুপুর ১টা থেকে ২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধনে এসব এ কথা বলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পাঁচ দিনের ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিন। এসময় আজ (মঙ্গলবার) সারা দেশে জেলা আইনজীবী সমিতির সামনে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নিতাই রায় চেীধুরী, সমিতির সাবেক আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ সভাপতি উম্মে কুলসুম রেখা, বারের সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তি। এছাড়াও উপস্থিত ঢাকা বারের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, গোলাম মো: চৌধুরী আলাল, আবেদ রাজা, গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহামান, শরীফ ইউ আহমেদসহ বিএনপির সমর্থিত শতাধিক আইনজীবীরা মানবন্ধনে অংশ নেন। মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আইনজীবী বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার গৃহবন্দি মানি না মানব না। অ্যাডভোকেট জয়নুল আবেদীন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের আহŸান জানিয়ে বলেন, আপনারা প্রধান বিচারপতির কাছ থেকে বক্তব্য জানার চেষ্টা করুন। জাতি জানতে চায় প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন কিনা। আইনজীবীদের আন্দোলন চলছে চলবে। আজকে শুধু মাত্র প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয় নয়; পুরা বিচার বিভাগের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এসব বিবেগের তাড়না সকল আইনজীবীদের ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান এই আইনজীবী নেতা। এসময় আজ (মঙ্গলবার) সারা দেশে জেলা আইনজীবী সমিতির সামনে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা কে সমিতির সভাপতি।
সাবেক মন্ত্রী নিতাই রায় চেীধুরী বলেন, বিচার বিভাগ আজ একটি গভীর ষড়যন্ত্রের শিকার। যেখানে প্রধান বিচারপতি নিজেও ছাড় পাচ্ছেন না। আইনজীবীদের আন্দোলন চলছে। আসুন আমরা সবাই সরকারের এসব কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, রোববার দিনভর ওনার (প্রধান বিচারপতি) বাসভবনে জিও লেটারে সই দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। কিন্তু তিনি সই করেননি। তিনি বিদেশে যেতে চান না। তার ওপর জবরদস্তি করা হচ্ছে। প্রধান বিচারপতির প্রতি আহŸান জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আরও বলেন, আপনি তাদের (সরকার) কাছে নতিস্বীকার করবেন না। তিনি বলেন, সরকারপ্রধান বিচারপতিকে চাপ প্রয়োগ করে স্বাধীন বিচারব্যবস্থাকে শেষ করে দিয়েছে। কারণ তিনি (প্রধান বিচারপতি) ষোড়শ সংশোধনীর রায়ে দেশের চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, অনেক সরকার সমর্থক আমাদের আন্দোলনের সঙ্গে একমত প্রকাশ করেছেন। কিন্তু তারা দল করার কারণে প্রকাশ্য আসতে পারছেন না। আমাদের বিশ্বাস এ আন্দোলনে আমরা সফল হব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ