বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় ২ মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। গতকাল (সোমবার) সকাল সাড়ে ৭টায় বাঁশখালী-পেকুয়া সড়কের মনসুরিয়া বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল- বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি রঙ্গিয়া ঘোনার মুজফফর আহমেদের কন্যা শাহেদা আক্তার (১৪) ও মরহুম নুরুল আলমের কন্যা মোর্শেদা বেগম (১৫)। পুলিশ জানায়, বাড়ি থেকে হেঁটে রঙ্গিয়া ঘোনা দাখিল মাদরাসায় যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহেদা মারা যায়। আর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মোর্শেদাও মারা যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে তাতে ভাঙচুর করে। ট্রাক চালক শামীম আশরাফকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে এসআই বেলাল হোসেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে মাদরাসা শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।