বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি। গতকাল (সোমবার) এক বিবৃতিতে সমিতির সভাপতি সোলায়মান বাদশা বলেন, সিটি মেয়র কিছুদিন আগে সিটি কর্পোরেশনের সমস্ত ব্যর্থতার ভার নিজ কাঁধে নিয়েছিলেন। যেখানে প্রতিনিয়ত পানিবদ্ধতাই নাগরিক সমাজ দিশাহীন। বাড়ির মালিক বাড়িভাড়া দিতে অপারগ, স্কুল, কলেজের ছাত্রদের নগরপথে আসা যাওয়া কষ্টসাধ্য ব্যাপার, সেই নাগরিকের কোন উন্নয়ন না করে ১৭ শতাংশ ট্যাক্স নির্ধারনের যৌক্তিকতা কতটুকু। তিনি বলেন, গ্রীন সিটি ও ক্লিন সিটি বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হলে গৃহ মালিক ও কর্পোরেশন সমন্বিত প্রয়াস বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, সিটি কর্পোরেশনের হোল্ডিং ১ লাখ ৮৫ হাজার ২৪৮ ভবনের উপরে। গতবারের তুলনায় ২৭-২৮ হাজার হোল্ডিং বেড়েছে। ধার্য হোল্ডিং ট্যাক্স ৮৫১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ৫৫৯ টাকা। বর্তমানে পঞ্চবার্ষিকী কর পুনমূল্যায়নে বর্ধিত গৃহকর নগরবাসীর গলার কাঁটা। আড়তদার সমিতির সভাপতি সোলায়মান বাদশা মেয়রকে নগরীর অভিভাবক উল্লেখ করে আরোপিত বর্ধিত গৃহকর যোক্তিকতার নিরিখে নির্ধারণ করে গৃহ মালিক ও মধ্যবিত্ত ভাড়াটিয়াদের কল্যাণে এগিয়ে আশার আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।