বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চসিকের গৃহকর অযৌক্তিক উল্লেখ করে নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসী এ কর মেনে নেবে না। তিনি বলেন, রাজধানী ঢাকাতেও ১৭ শতাংশ ট্যাক্স নির্ধারণ করা হয়নি। অথচ নাগরিক সুবিধা বঞ্চিত চট্টগ্রামে নগরবাসীর উপর করের ভার ছাপিয়ে দেয়া হয়েছে। গতকাল (সোমবার) গৃহকর বৃদ্ধির প্রতিবাদে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে নগর বিএনপির এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তিনি। সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আবু সুফিয়ান, এম এ আজিজ, মুহাম্মদ মিয়া ভোলা প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।