Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুশিক্ষাই নৈতিক কর্তব্যবোধ বাড়ায় -আইআইইউসি ভিসি

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন বলেছেন, সেই শিক্ষাই অর্জন করা উচিত যা নৈতিক কর্তব্যবোধ বাড়ায়। মা-বাবা চায় তার সন্তানের জীবনের নিরাপত্তা এবং তার সন্তান সুসন্তান হোক। গতকাল (সোমবার) কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসি‘র স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত শরৎকালীন সেমিস্টার-২০১৭-এর নবাগত ছাত্রদের ৪৫তম ব্যচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইআইইউসি‘র ভারপ্রাপ্ত প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টীজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইইউসি‘র ট্রেজারার প্রফেসর হারুনুর-অর-রশীদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. নাজমুল হক নাদভী এবং স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক আ জ ম ওবায়েদুল্লাহ। ব্রিফিং সেশনে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন আইআইইউসি‘র প্রক্টর ড. কাউসার আহমেদ, বিভিন্ন ডিভিশনের পরিচালক যথাক্রমে প্রফেসর ড. এ কে এম শাহেদ, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান, মোহাম্মদ জাহেদুর রহমান, মহিউদ্দিন হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ মাহফুজুর রহমান। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, মতিউর রহমান ও ইফতেখার মাহমুদ আখন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন স্ট্যাড এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন চৌধুরী গোলাম মাওলা, মোঃ আজিজুল হক ও মোসতাক খন্দকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ