বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ সম্প্রতি বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন এলাকায় রাস্তার দু‘ধারে তাল গাছের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। তাল বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। স্থানীয় চেয়ারম্যানের ব্যাক্তিগত উদ্দ্যোগ ও নিজ খরচে কর্মসুচি নেয়া হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কুন্দগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, বশিকোড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জোব্বার, আকতার হোসেন, আজিজ, বায়জিদসহ গ্রাম পুলিশ আকরাম হোসেন, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবেদ আলী, শ্রী হিরা, শ্রী মন্টু প্রামানিক প্রমূখ।
কুন্দগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এসএম বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, সারকারী কর্মসূচি সফল করার লক্ষে আমার নিজ উদ্যোগে এই ইউনিয়ন এলাকার রাস্তার দু‘ধারে প্রায় ১০ হাজার তাল গাছের বীজ রোপন করা হবে। এতে পরিবেশ সুন্দর এবং বজ্রপাতের ঝুঁকি কমার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে তালগাছের গুরুত্ব অপরিসীম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।