Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার লাইমলাইটে এসে অভিভূত উইনোনা রাইডার

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

২০০১ সালে শপলিফ্টিংয়ের অভিযোগে গ্রেপ্তার হবার পর নিজেকে অনেকটাই গুটিয়ে নেন অভিনেত্রী উইনোনা রাইডার। এর আগে হলিউডে তার অবস্থান ছিল প্রথম সারিতে। এখন আবার তিনি সাফল্যের স্বাদ নিচ্ছেন।
তার সুপ্ত ক্যারিয়ার অনেক দিনের পর আবার প্রাণ পাবার এই অভিজ্ঞতায় তিনি অভিভূত বলে জানিয়েছেন।
তিনি বলেন, “এই অভিজ্ঞতায় আমি অভিভূত। সত্যিকারের বিখ্যাত মানুষের অনুভূতি আমি ভুলেই গিয়েছিলাম... শুনছি মানুষ এখন আমার মত সাজগোজ করছে। আমি তো অবাক।” তিনি এখানে তার সাই-ফাই ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর জয়েস বায়ার্সের সাজের কথা উল্লেখ করেছেন।
কিশোর বয়সে ‘হেথার্স’, ‘বিটলজুস’ এবং ‘রিয়েলিটি বাইটস’ চলচ্চিত্রগুলোর মাধ্যমে তিনি রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন। তিনি জানান ৮০’র দশকে এই খ্যাতিতে তিনি তার স্কুলে খুব জনপ্রিয়তা লাভ করেননি বরং সেসময় তাকে উত্ত্যক্ত করা হত বেশি।
তিনি বলেন, “আমার মনে আছে আমি ভাবতাম ‘বিটলজুস’ এক নাম্বার চলচ্চিত্র। আমি স্কুলে বিখ্যাত হয়ে যাব। কিন্তু পরিস্থিতি ছিল বিপরীত। সবাই আমাকে ডাইনী বলে ডাকত।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ