Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সংসার ভাঙলো অভিনেত্রী নোভার

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

এবার সংসার ভাঙলো অভিনেত্রী নোভা ও নির্মাতা রায়হান খানের। গত ২৬ আগস্ট কাজি অফিসে গিয়ে তারা দুজনই তালাকনামায় স্বাক্ষর করেন। তাদের বিয়ে বিচ্ছেদ ঘটেছে পার¯পরিক সম্মতিতেই। ৪৪ দিন পর নোভা নিজেই এই খবর জানান। নোভা বলেন, আমরা দুজনেই কথা বলে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। রায়হান এখনো আমার খুব ভালো বন্ধু, আমার সন্তানের বাবা। আমি চাই না, বিষয়টি নিয়ে নেতিবাচক কোনো আলোচনা হোক। সংসার করতে গিয়ে আমাদের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, এদিকে আমার ছেলেটাও বড় হচ্ছে। তাই আমরা চাইনি, ছেলে তার বাবা-মায়ের ঝগড়া দেখে বড় হোক। এজন্য দুজনে কথা বলে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। নোভা আরো বলেন, রায়হানের সঙ্গে এখনো আমার কথা হয়। আমাদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, সেটা যদি ঠিক হয়ে যায়; তবে আবারো আমরা একসাথে থাকতে পারি। তাই আমি চাই না, এই বিষয়টি নিয়ে আমাকে কিংবা রায়হানকে ছোট করে কেউ কোনো কথা বলুক। তাই সবাইকে অনুরোধ করবো; বিষয়টি নিয়ে কোনো নোংরামো করবেন না। ছেলে এখন কার কাছে থাকবে জানতে চাইলে নোভা বলেন, ছেলে তো আমাদের দুজনের। ছেলে বাবার কাছে থাকবে, মায়ের কাছেও থাকবে। এই বিষয়ে রায়হানের সাথে কথা বলেই সব সিদ্ধান্ত নেবো। বিবাহবিচ্ছেদের কথা স্বীকার করে রায়হান খান বলেন, আমাদের মধ্যে কিছু সমস্যা হচ্ছে; যার জন্য আমরা আলাদা হয়ে গেছি। এই সমস্যাগুলো ঠিক হয়ে গেলে আমি বিশ্বাস করি নোভা আবারো ফিরবে। উল্লেখ্য, নোভা রায়হান খানের দ্বিতীয় স্ত্রী। এর আগে রায়হান খান আরেকটি বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর সঙ্গে অনেক আগেই রায়হান খানের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ওই সংসারে তার একটি ছেলে আছে। উল্লেখ্য, অভিনেত্রী নোভা ও নির্মাতা রায়হান খান দেড় বছর প্রেমের পর ২০১১ সালের ১১ নভেম্বর বিয়ে করেছিলেন। প্রায় পাঁচ বছর সংসার করার পর তাদের এই বিচ্ছেদ হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ