Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বছর পর অস্ট্রেলিয়া যাচ্ছে নগরবাউল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নগরবাউল খ্যাত জেমস পাঁচ বছর পর অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানকার প্রবাসীদের আমন্ত্রণে তিনটি কনসার্টে গাইবেন তিনি। জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানান, ৪ নভেম্বর সিডনি, ৫ নভেম্বর ব্রিসবেন ও ১১ নভেম্বর মেলবোর্নে সঙ্গীত পরিবেশন করবে পুরো নগরবাউল ব্যান্ড। ১ নভেম্বর ব্যান্ডের চার যন্ত্রশিল্পী আর ব্যবস্থাপককে নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন জেমস। নগরবাউলের অন্য সদস্যরা হলেন খায়েম আহমেদ (কি-বোর্ড), জিমি (ড্রামস), সাব্বির (বেজ), গিটার (রানা)। সফর শেষে ১৩ নভেম্বর ঢাকায় ফিরবেন তিনি। জেমস সর্বশেষ ২০১২ সালে অস্ট্রেলিয়া যান। এদিকে গত ২ অক্টোবর ভক্তদের সঙ্গে ৫৩তম জন্মদিন উদযাপন করেছেন জেমস। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে তার বিভিন্ন আদলের প্রতিকৃতি বসায় ভক্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ