Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমানে রোড শোতে মিম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বখ্যাত গোল্ড ও ডায়মন্ড বিক্রয় প্রতিষ্ঠান মালাবার-এর আমন্ত্রণে একটি রোড শোতে অংশ নিতে ১১ অক্টোবর ওমান যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বাংলাদেশ কোনো সেলিব্রেটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। ওমানের মাসকাটে আগামী ১২ অক্টোবর, সোহারে ১৩ অক্টোবর ও সালালাহে ১৪ অক্টোবর তিনটি রোড শো অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন মিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশ আর্টিষ্ট নিয়ে কাজ করছে মালাবার। আর সেই কাজের জন্য আমাকেই তারা পছন্দ করেছেন। এটা আমার জন্য অবশ্যই খুব আনন্দের। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি এ জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল)-তে এটাই মালাবারের প্রথম আয়োজন। অনুষ্ঠানটি আয়োজন করছেন ব্যবসায়ী ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী তৌফিক ইউনাইটেড কো. এলএলসি-এর স্বত্বাধিকারী তৌফিকুজ্জামান পলাশ। তিনটি অনুষ্ঠানই আয়োজনের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী এক বছর মালাবারের জিসিসি ইভেন্টের দায়িত্ব পালন করবেন তৌফিক। সম্প্রতি এমনটিই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তৌফিক বলেন, ‘মালাবার বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান। এতদিন ভারতীয় সেলিব্রেটি নিয়ে তারা কাজ করেছেন। বাংলাদেশী কোনো তারকা নিয়ে জিসিসি-তে এবারই প্রথম অনুষ্ঠান করছে তারা। আমি যেহেতু বাংলাদেশের ছেলে, তাই দেশী কোনো তারকা দিয়েই অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছি। আমার প্রস্তাবে ওরা রাজিও হয়েছে। তাই প্রথম রোড শোটি মিমকে নিয়ে করছি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশী আরও বড় বড় তারকা নিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারব।’ উল্লেখ্য, মালাবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন বলিউড তারকা কারিনা ও ক্যাটরিনা। বাংলাদেশ থেকেও একজন সেলিব্রেটি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ