রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি সুফি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। রোববার রাতে থানার উপজেলার বৈরাগী বাজার এলাকার একটি হাওর থেকে সুফি ডাকাতকে গ্রেফতার করা হয়।সম্প্রতি উপজেলার ‘হিন্দু বিবাহ নিবন্ধক’ সুরঞ্জিত দাশের রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামস্থ বাড়িতে ডাকাতির সংগঠিত হয়। এ ঘটনায় থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার দায়েরের পরপরই পুলিশ অভিযান চালায়। এ পর্যন্ত ওই ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত ৪ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিশ^নাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, সুফি একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।