Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে গণস্বাক্ষরতা ক্যাম্পেইন

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : গণস্বাক্ষরতা অভিযান, ঢাকা ও পার্বতীপুরের গ্রাম বিকাশ নামক এনজিওর যৌথ আয়োজনে স্থানীয় হলদিবাড়ী মাধ্যমিক বিদ্যানিকতনে গতকাল সকালে শান্তি ও মূল্যবোধ শিক্ষাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পার্বতীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি গণস্বাক্ষরতা অভিযান ঢাকার নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। তার আগে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এই প্রোগ্রামের উপ-পরিচালক তপন কুমার। বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও পার্বতীপুর আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামাণিক সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌরমেয়র এ জেড এম মেনহাজুল হক, পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোফাখখ্রাল ইসলাম ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ