রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার সাভারে অধিকাংশ বাড়ি নির্মাণের ক্ষেত্রেই রাজউকের বিধিমালা মানা হচ্ছে না। বিশেষ করে বাড়ি নির্মাণের সময় আবশ্যিক উন্মুক্ত স্থান ছাড়ছেন না ৮০ ভাগ বাড়ির মালিক। ক্ষতিগ্রস্তরা প্রতিকার চেয়ে পৌরসভায় অভিযোগ দায়ের করলেও এ পর্যন্ত কোনো অভিযোগেরই সূরাহা হয়নি। অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা উল্টো হয়রানির শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, পৌরসভায় অভিযোগ নিয়েই চুপ থাকে। কিছু কিছু ক্ষেত্রে নোটিশ দেয়। বেশির ভাগ ক্ষেত্রে পৌরসভার কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী নোটিশের ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়। জানা গেছে, সাভার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জি-৫০ নম্বর হোল্ডিংয়ে পাঁচ শতাংশ জমির উপর একটি আটতলা বাড়ি নির্মাণ করছেন মৃত নাজিম উদ্দিনের জামাতা মো. জাফর উল্লাহ। রাজউকের বিধি অনুযায়ী জমিতে বহুতল ভবন করতে হলে চারপাশ থেকে জমি ছাড়তে হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবন নির্মাণের ক্ষেত্রে আবশ্যিক উন্মুক্ত স্থান ছাড়া হয়নি। নির্মাণাধীন ভবনের চারপাশে পাটের চট দিয়ে ঘিরে রাখার নিয়ম থাকলেও তা করা হয়নি। আশপাশের বাড়ির মালিকরা তাদের জানালা খুলতে পারছেন না। চলাচলের রাস্তা দখল করে ভবন তৈরির কাজ চলছে। ফলে আশপাশের বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নির্মাণাধীন ভবনের মালিক মো. জাফর উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, রাজউকের নিয়মনীতি মেনেই আমি ভবন তৈরির কাজ করছি। তবে সরজমিনে গিয়ে দেখা গেছে উল্টো চিত্র। প্রতিবেশীদের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। তবে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম জানান, অভিযোগটি আমরা খতিয়ে দেখছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।