Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা মতিন সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতির আলোকবর্তিকা-গুলবদুন্নেসা মতিন

ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মধ্যবিত্ত কৃষক পরিবারের জন্মগ্রহণকারী ভাষা সৈনিক আবদুল মতিন আমাদের জাতীয় রাজনীতির অহংকার আর দেশপ্রেমিক ও সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতির আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন ভাষা মতিনের সহধর্মীনি গুলবদুন্নেসা মতিন। তিনি বলেন, নির্যাতিত-নিপিড়িত মানুষের অধিকার আদায়ে কঠোর সংগ্রামের মধ্যদিয়েই অতিক্রম করেছেন সারাটা জীবন। তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন তা আজও প্রতিষ্ঠিত হয়নি। আজও বাংলাদেশে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়নি। মওলানা ভাসানীর ঘনিষ্ঠ অনুসারী ভাষা মতিন রাজনীতি করেছেন দেশ ও মানুষের জন্য। ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারে নাই।
গতকাল রবিবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক আবদুল মতিনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। গুলবদুন্নেসা মতিন দু:খ করে বলেন, ভাষা মতিনের সহকর্মীরা আজ আর তাকে স্মরণ করে না। কেউ পরিবারের সঙ্গে যোগাযোগও করে না, খবরও রাখে না। এতে দু:খ নাই। আজকের প্রজন্ম যে তাকে স্মরণ করছে সেজন্য তাদেরকে ধন্যবাদ।
ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ক্ষমতা ভাষা মতিনকে আকৃষ্ট করতে পারে নাই। শুধুমাত্র ক্ষমতাই রাজনীতির উদ্দেশ্য হতে পারে না, তার জীবনের শেষ দিন পর্যন্ত সেটারই প্রমান রেখেছেন। মওলানা ভাসানী পরবর্তী ক্ষমতার বাইরে থেকেও জনগনের কল্যাণ করা যায়, তার সার্থক প্রমাণ করেছেন ভাষা মতিন।
ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি যুগ্ম মহাসচিব আল আমিন ভুইয়া রিপন, গণ সাংস্কৃতিক দলের সভাপতি এস আল-মামুন, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম, আসমা আক্তার, আজিজুর রহমান প্রমুখ।
রাজধানীতে নিউইয়র্ক ভিত্তিক পিৎজা চেইন সাবারোর ৮ শাখা
স্টাফ রিপোর্টার : আমেরিকার বিখ্যাত পিৎজা চেইন সাবারো রাজধানী ঢাকায় একসাথে আটটি শাখা চালু করেছে। বিদেশি কোন চেইন রেস্টুরেন্টের বাংলাদেশে একাধিক শাখা খোলার ঘটনা এটিই প্রথম। গত বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সাবারোর শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। অনুষ্ঠানে খান বাহাদুর গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর মঈন চৌধুরী জানান, বনানী, ধানমÐি, উত্তরা, মুহাম্মদপুর, খিলগাঁও, মিরপুর, বেইলি রোড ও লালবাগে তাদের নতুন শাখাগুলো থেকে বাংলাদেশি পিৎজাপ্রেমীরা আমেরিকান বৈচিত্রময় পিৎজার স্বাদ নিতে পারবেন। শাখাগুলো চালু করার আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সাবারো ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিউআর কোড যুক্ত পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ