বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই শিলছড়ি বাজার ফান্ডের বরাদ্দকৃর্ত জায়গা অনুমতি ব্যাতিত নিজ ইচ্ছামত অপরিকল্পিতভাবে অবৈধ ভাবে দখল নিয়ে বাজারের সাধারণের চলাচলের রাস্তা ও স্কুল -কলেজের শিক্ষার্থীদের পথ প্রতিবন্ধাকতা তৈরির অভিযোগ পাওয়া যায়। শিলছড়ি বাজার ফান্ডের জায়গায় বসবাসরত লোকজন লিখিত অভিযোগ করেন যে এলাকার কিছু অসাধু লোকজন বাজার ফান্ডের খোলা ও খাস জায়গা দখল নিয়ে স্থাপনা তৈরি করছে। এতে করে সাধারণ লোকজনের চলাফেরা এবং কোন সময় অগ্নিকান্ড ঘটলে বড়ধরনের সমস্যার সম্মুখিন হতে হবে। এছাড়া বাজারের পয়ঃনিস্কাশন ড্রেনগুলো দখলদাদের কারনে বিভিন্ন প্লটের ভাঙ্গন দেখা দিয়েছে। এ নিয়ে এলাকাবাসী বা বসবাসরত লোকজনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এলাকার বসবাসরত ইউপি সদস্য মাহবুব আলম ঘটনা সত্যতা স্বীকার করেন। এবং শিলছড়ি বাজার ফান্ডের বাজার চৌধুরী ছিদ্দিক আহমেদর নিকট জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করে বলেন, দখলদারিদের নিষেধ করা সত্তে¡ তারা দখল করেছে। অভিয়োগকারীরা এ ব্যাপারে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দাখিল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।