বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গৌরীপুর উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে গত শনিবার ফাঁসিতে ঝুলে রুনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই দিন বিকেল ৩ টার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানে গলায় ওড়না দিয়ে প্যাঁচানো তার লাশ ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। সে উল্লেখিত গ্রামের আব্দুর রশিদের পুত্র শাহিন মিয়ার স্ত্রী। নিহতের ভাই শোঃ শফি বলেন, ঘটনারদিন বিকেল ৩ টার দিকে তার বোনের ঘরের দরজা বন্ধ দেখতে পায়। এসময় পরিবারের অন্যান্যদের সঙ্গে নিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে তার বোনের লাশ সিলিং ফ্যানে ঝুলে থাকতে দেখে। তবে কি কারণে এ ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তিনি সাংবাদিকদের কিছু বলেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেনি পুলিশ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। জানা গেছে উল্লেখিত শাহিনের সাথে এ উপজেলার সহনাটি ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামের আব্দুল খালেকের কন্যা রুনা আক্তারের বিয়ে হয় এক বছরপূর্বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।