বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে পাষন্ড স্বামী ও শশুর মিলে খালেদা বেগম (২৭) নামে এক গৃহবধূর উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ খালেদা বেগম নরসিংদী জেলার বেলাব থানার জহুরিয়া কান্দা এলাকার আলতাফ হোসেনের মেয়ে। গৃহবধূ খালেদা বেগম জানান, ৯ বছর আগে নরসিংদী জেলার বেলাব থানার বাঘবেড় ঝালকান্দা এলাকার রাজু মিয়ার ছেলে আমির হোসেনের সঙ্গে খালেদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে শাপলা নামে এক মেয়ে ও ইয়াছিন নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রী দুজনে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। বেশকিছুদিন ধরে স্বামী আমির হোসেন ও রাজু মিয়া দীর্ঘ দিন ধরে খালেদা বেগমকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। গতকাল রোববার সকালে স্বামী আমির হোসেন ও শশুর রাজু মিয়া খালেদা বেগমকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।