Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ৭ জনের নামে থানায় মামলা

মধ্যরাতে ক্যাম্পাসে ঢুকে হামলা গুলী বোমাবাজি

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) হামলার ঘটনায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামিমসহ ৭ জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আরো ৩০/৪০ জনের অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে। যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাতে এ মামলা রেকর্ড হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।
এদিকে ছাত্রলীগ যবিপ্রবি শাখার সভাপতি সুব্রত বিশ্বাস শনিবার ওই সাতজন ছাড়াও বহিরাগত সন্ত্রাসী মেহবুব হাসান ম্যানসেল, শিশির ঘোষসহ মোট ২২ জনের নামে লিখিত দিয়েছিলেন। কিন্তু এটি এজাহার হিসেবে এখনো গণ্য করা হয়নি।
পুলিশ ও আহত ছাত্রদের ভাষ্য মতে, ৫ অক্টোবর মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম শামীম হাসান বহিরাগতদের নিয়ে শহীদ মশিউর রহমান হলে হামলা, লুটপাট করে। এতে ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাসসহ ৩০ জন শিক্ষার্থী আহত হয়। মামলার আসামিরা হলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান, একই বিভাগের ছাত্র ও শহীদ মশিউর রহমান হল শাখার সভাপতি বিপ্লব কুমার দে (শান্ত), পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তানভীর ফয়সাল, শারীরিক শিক্ষক ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্র্থী আল মামুন সিমন ও মাসুদুর রহমান রনি এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভির আহমেদ তানিন ও আশিক খন্দকার। এর আগে শনিবার দুপুরে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এই ৭ ছাত্রকে সাময়িক বহিস্কার করা হয় বলে জানিয়েছিলেন জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ।
অভিযোগে বলা হয়, সন্ত্রাসীরা ছাত্রাবাস থেকে ১২০-১৩০টি ল্যাপটপ এবং সাড়ে তিনশটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ৪০-৫০ রাউন্ড গুলি করে, ৩০-৪০টি হাতবোমা নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে। অবশ্য শনিবার দুপুরে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শামীম হাসান প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার জন্য ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাসকে দায়ী করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ