Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে অবৈধ গ্যাস চোর চক্র সক্রিয়- রাতভর চলছে সংযোগ

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস চোর চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে। মোটা অংকের টাকার বিনিময়ে প্রতি রাতেই দেয়া হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের হস্তক্ষেপে কয়েকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও পুনরায় গ্যাস চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার লিচু বাগান, গড়গড়িয়া মাষ্টারবাড়ী, কেওয়া পূর্ব খন্ড আমতলির মোড়, আনসার রোড, মাওনার কড়ইতলা, কাওরান বাজারসহ বেশ কয়েকটি এলাকায় নতুন করে দালালরা অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। কেওয়া পূর্ব খন্ড গ্রামের আনসার রোড এলাকার আমতলী রোড সংলগ্ন মৃত শামসুদ্দিনের পুত্র মেজবাহ উদ্দিন, মৃত আজম আলীর পুত্র শামসুল হক, শাজাহানের পুত্র আলামিন, আছিয়া খাতুন, বোরহান উদ্দিনের পুত্র মানিক মিয়া, রফিক উদ্দিনের পুত্র শাজাহান, খালেক মিয়া, গড়গড়িয়া মাষ্টার বাড়ীর লিচু বাগান এলাকার সাইফুল ইসলাম, আকতার হোসেন, রাজীবসহ শতশত বাড়ীতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের দালালরা পুলিশ ও ডিবি’র কথা বলে সংযোগ প্রতি ৩০ হাজার থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। কোন কোন দালালচক্র সংযোগ দেয়ার পর মাসিক ৫’শ থেকে ১ হাজার টাকা হারে আদায় করে থাকে। আনসার রোড এলাকার গ্যাস ব্যবসায়ী মৃত ফজলুল হকের পুত্র জামিল হোসেন, আব্দুস ছাত্তারের পুত্র আকতার হোসেন স্থানীয় কতিপয় প্রভাবশালীদের সাথে নিয়ে আনসার রোড এলাকায় প্রতি রাতেই গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে। নতুন সংযোগ নেওয়া কেওয়া পূর্ব খন্ড এলাকার আল আমিন মিয়া জানান, তার বাড়ীতে চারটি চুলার সংযোগ পেতে দালালদের ৩২ হাজার টাকা দিতে হয়েছে। একই এলাকার মেজবাহ উদ্দিনের বাড়ীতে গিয়ে দেখা যায়, তার ১৫টি নতুন ঘরের ভাড়াটিয়াদের জন্য অবৈধ গ্যাস সংযোগ লাগানো হয়েছে। অপরিকল্পিত ও অদক্ষ কর্মীদের দ্বারা সংযোগ দেয়ার ফলে অনবরত গ্যাস বাহির হচ্ছে। এতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তিতাস গ্যাসের গাজীপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম মিয়া জানান, অবৈধ সংযোগের ব্যাপারে কেউ অভিযোগ করলে তা পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার জানান, গত কয়েকদিন আগেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কয়েকজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। নতুন করে কেউ অবৈধ গ্যাস সংযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ