Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের সামগ্রিক অবস্থা ভাল নয়। সর্বত্র অশান্তি বিরাজ করছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছে। কাঁচাবাজার, তরিতরকারির দাম অস্বাভাবিক বৃদ্ধি, কাঁচা মরিচের দাম ২৫০/৩০০ টাকা। এত দাম দিয়ে সাধারণ মানুষের কিনে খেয়ে বেঁচে থাকাই অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় একটি দেশ চলতে পারে না। তারপর আবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা থেকে বিরত থাকতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল রাজধানীর রামপুরাস্থ জামিয়া কারীমিয়া আরাবিয়ার অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামিয়ার প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ হেমায়েতুল্লাহ, মুফতি জাবের মাহমুদ, মুফতি ওয়ালী উল্লাহ, মুফতি ফরীদ আহমাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ