বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার ব্যুরো : ঢাকার নুরপুর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা হুমায়ুন কবির খান বলেছেন, আরাকানের রোহিঙ্গা মুসলমান ভাই-বোনদের উপর মিয়ানমার সরকার যে অমানবিক নির্যাতন চালিয়েছে এবং এখনো নির্যান চালিয়ে যাচ্ছে এতে বিশ্ব বিবেক নাড়া দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অত্যন্ত কষ্টকর পরিবেশে লাখ লাখ নারী, শিশু-পুরুষ অবস্থান করছে। মানবিক কারণে তাদের সহযোগিতা করা সকলের দায়িত্ব। গতকাল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।
নূরপুর দরবার শরীফের ১৩ সদস্যের একটি দল গতকাল উখিয়ার কুতুপালং, বালুখালী, পালংখালী ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে ত্রাণ বিতরণ করেন। এসময় ২০টি টিউবওয়েল, ২০টি ল্যাট্রিন, ২০টি গোসলখানা স্থাপন ছাড়াও নগদ পাঁচ লাখ টাকা বিতরণ করা হয় বলে জানান পীর সাহেব হযরত মাওলানা হুমায়ুন কবির খান। এসময় ১৩ সদস্যের ত্রাণ দলে ছিলেন, মাওলানা রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা রূহুল আমিন, জাহাঙ্গীর হোছাইন ও মাওলানা মারুপ হোছাইন প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।