Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল ইসলাম

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সিটি ব্যাংক সম্প্রতি আদিল ইসলামকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। গত ২৬ বছর ধরে তিনি বাংলাদেশ, সৌদি আরব, বাহরাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ব্যাংকিং, ট্রেড, ক্যাশ ম্যানেজমেন্ট, কমার্শিয়াল ব্যাংকিং, ক্রেডিট ও রিস্ক ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক উন্নয়ন ও বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কোম্পানি পুনর্গঠন বিষয়ে তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে। আদিল ইসলাম সিটি ব্যাংকে যোগদানের পূর্বে এএনজেড ব্যাংক, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং এইচএসবিসি ব্যাংক ইন্দোনেশিয়ার চিফ রিস্ক অফিসার, এইচএসবিসি ব্যাংক বাংলাদেশের হোলসেল ব্যাংকিংয়ের প্রধানসহ বিভিন্ন উচ্চ পদে নিয়োজিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ