বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্নীতি দমন কমিশনের ২০ জন কর্মকর্তাকে নিয়ে স্পেশাল কোর্স অন ব্যাংকিং শিরোনামে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সোনালী ব্যাংক স্টাফ কলেজে কর্মসূচির উদ্বোধন করেছেন দুুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ। নাসিরউদ্দীন আহমেদ বলেন, নৈতিক মূল্যবোধকে জাগ্রত এবং শানিত করার উপায় হচ্ছে প্রশিক্ষণ। তিনি আরো বলেন , এই প্রশিক্ষণের মাধ্যমে দুদক কমকর্তারা ব্যাংকিং সেক্টরের বিষয়গুলোতে তাত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে পারবেন। তিনি বলেন কর্মক্ষেত্রে সততা , নিষ্ঠা ও একাগ্রতার কোনো বিকল্প নেই। তিনি বলেন দুর্নীতি দমন কমিশন সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টিতে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি কমিশন কর্তৃক গৃহীত বিভিন্নকর্মসূচি যেমন সততা স্টোর, সততা সংঘ, গণশুনানির মতো কর্মসূচির কথা উল্লেখ করেন। সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত এমপি ও সি ই ও তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল মেজবাউদ্দীন আহমেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।