Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হল সংকট সমাধানে জেলা শিল্পকলা একাডেমির হল ব্যবহারের চিন্তাভাবনা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১২ এএম, ৯ অক্টোবর, ২০১৭

সিনেমা হল সংকট কাটাতে জেলা শিল্পকলা একাডেমির হলগুলোকে ব্যবহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে দেশে বিদ্যমান হল সংকটের কিছুটা হলেও সুরাহা হবে। চলচ্চিত্রের জন্য এটি একটি সুখবরই বলা যায়। এ সুখবর দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। গত ৬ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যেহেতু দেশের বেশিরভাগ সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের জন্য উপযুক্ত নয়, সেজন্য দেশের সকল জেলা শিল্পকলা একাডেমির হলসমূহ প্রতি মাসে ১ সপ্তাহের জন্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য বরাদ্দ দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। এলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির একটি হলকে বিশেষায়িত করে তৈরি করা হবে। প্রথম বছর বিনা ভাড়ায় শিল্পকলা একাডেমির হলসমূহ বরাদ্দ দেয়া হবে। পরবর্তীতে সিনেমা প্রদর্শন থেকে অর্জিত আয়ের একটা অংশ শিল্পকলা একাডেমিকে দেয়া হবে। তিনি বলেন, চলচ্চিত্র ছাড়া সংস্কৃতি পরিপূর্ণ হতে পারে না। সেজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদান প্রদান করা হবে। আগামীতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডকুমেন্টারি ফিল্ম নির্মাণে অনুদান প্রদান করা হবে। তিনি আরো বলেন, চলচ্চিত্র যেহেতু তথ্য মন্ত্রণালয়ের অধীন, সেজন্যে এক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের খুব বেশী কিছু করার নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ