প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন সিনেমাটি। এখন নির্মিত হচ্ছে এ সিনেমার সিক্যুয়াল পোড়ামন ২। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন বাপ্পারাজ। এরমধ্য দিয়ে অনেকদিন পর নতুন এ সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। এতে নায়ক হিসেবে সিয়াম আহমেদ এবং নায়িকা হিসেবে পূজা অভিনয় করছেন। গত মাসে সিনেমাটির কাজ মেহেরপুরে শুরু হয়েছে। ১০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মেহেরপুরে শূটিংয়ে অংশ নেবেন বাপ্পারাজ। বাপ্পারাজ বলেন, সর্বশেষ সাফিউদ্দিন সাফি ভাইয়ের পরিচালনায় মিসডকল সিনেমায় অভিনয় করেছি। এরপর এ সিনেমায় অভিনয় করছি। এতে আমাকে ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রতিবন্ধী একটি ছেলের চরিত্রে অভিনয় করিছ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।