প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হাসিনা পারকার (শ্রদ্ধা কাপুর) একসময় সাধারণ এক নারী ছিল। পরিস্থিতিই তাকে অপরাধ জগতে আসতে বাধ্য করেছে। তার বাবা ছিল একজন সৎ পুলিশ সদস্য। তবে তার ভাই দাউদ (সিদ্ধান্ত কাপুর) বরাবরই অপরাধ জগতের প্রতি আকৃষ্ট ছিল। তার বিয়েও হয়েছিল একজন সাধারণ ভাল মানুষের (অঙ্কুর ভাটিয়া) সঙ্গে যে তাকে শর্তহীন ভালবাসত। হিন্দু-মুসলমান দাঙ্গার সময় তার ভাই সাবির পুলিশের গুলিতে মারা গেলেই তার জীবনের ছক বদলাতে শুরু করে। মুম্বাইতে সিরিজ বোমা বিস্ফোরণের পর অন্য ভাই দাউদ দুবাই পালিয়ে গেলে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তাকে নিষ্ঠুরভাবে বারংবার জিজ্ঞাসাবাদের জন্য উঠিয়ে নেয়ে যেতে থাকে। কারণ তার একমাত্র অপরাধ সে দাউদের বোন। তার ভাই যে অপরাধী তা স্বীকার করে, কিন্তু এতে তার কোনও সম্পর্ক নেই। এর মধ্যে তার স্বামী মারা যায় আর তখন থেকেই হাসিনা বদলাতে শুরু করে। ভাইয়ের দলের লোকদের নেত্রী হয়ে ওঠে সে।
হলিউড শীর্ষ পাঁচ
১ কিংসম্যান : দ্য গোল্ডেন সার্কল
২ ইট
৩ অ্যামেরিকান মেইড
৪ দ্য লেগো নিনজাগো মুভি
৫ ফ্ল্যাটলাইনার্স
বলিউড শীর্ষ পাঁচ
১ জুড়োয়া টু
২ ভূমি
৩ নিউটন
৪ হাসিনা পারকার
৫ সিমরান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।